বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপনই অপরাধী আজ,
করছে ওরা ব্রেনওয়াস।
ফর্সা কালো, রোগ পাতলা,
এসবে ওদের পরিহাস।
সফলতা আর চাকরিবাকরি,
কত আশায় এরা ফাঁসাবে।
এসবের লোভে আমার মতো
অনেকেই পা বাড়াবে।
বিজ্ঞাপন বলবেঃ
এখানে আমরা প্রচার করে,
ঘটাচ্ছি কত আলোড়ন
তবে,প্রতিটা পর্বে একটি করে ;
আছে, ট্রামস এন্ড কন্ডিশন।
আচ্ছা
বিজ্ঞাপনে ভরসা না পেলে
লোকে,আর কী বলো করবে ?
কোনও কিছুই বলবো না ,থাক
নয়তো,কোনো বিজ্ঞ-আপনে বকবে