বিবাহবার্ষিকী
বিবাহবার্ষিকী


তুমি
ঘরের আলোগুলো একটু কম করো
বড্ড চোখে লাগছে ।
ফুলগুলো সরিয়ে এক কোনে করো
বড্ড বুকে লাগছে ।
আপাততঃ কোথাও হটিয়ে নিয়ে যাও
চড়ারোদ্দুর আর অবেলার হটাত্ বৃষ্টি
বড্ড গায়ে লাগছে ।
জানি
আলো জমে
একদিন অন্ধকার ।
ফুল শুকিয়ে
একদিন খবরদার ।
রোদ্দুর শুকিয়ে
একদিন পাথর ।
বৃষ্টি ভিজে
একদিন সাগর ।
তুমি এসো তোমার আঠপৌঢ় শাড়ি বদলে
একটু আলাদা ভাবে রোজকার অভ্যাসের ছাতায়
আমাদের পঞ্চাশতম বিবাহবার্ষিকী কাটায়
আড়ালের দেয়ালে হেলান দিয়ে
পরস্পরের প্রশয় কোলে নিয়ে ।