ভ্যালেন্ঢাইন্স ডে
ভ্যালেন্ঢাইন্স ডে

1 min

1.9K
ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন,
চোদ্দ তারিখ এল —
দেরী কেন? ভালবাসার দোকান খানি খোল !!
যেদিকে চাই ডেটিং সেটিং,
প্রেমেরই হুংকার—
কাল যা ছিল চুপি চুপি—
আজকে তা চীৎকার !!!
কার কে ছিল, কে আজ কার ,
এতো বড় গোল—
উল্টে দেখ পাল্টে গেছে—
ভালবাসার ভোল !!
যা হোক, সবাই ভাল থেকো
ভ্যালেন্টাইন দিনে —
অন্য দিনেও ভালবেসো—
চোদ্দ তারিখ বিণে !!!