ভুল হয়ে যায়
ভুল হয়ে যায়
আজকাল তোমার অনেক কিছু ভুল হয়ে যায়
আমাকে কাঠের গুড়ি ভেবে বুকের ওপর
নির্ধিদায় চালাও দৃষ্টির করাত
নির্গত রক্তকে জল ভেবে পান করো অনায়াসে
কখনোবা ভ্রান্তির কৃপাণে খন্ডিত করো আমার আত্মা
জানিনা এ তোমার কেমন ভুল।
ফুলকে লতা আর লতাকে সাপ ভেবে
শিউরে ওঠো দিবালোকে
অথচ সাপকে লতা ভেবে কখনো জড়িয়ে ধরো না
আজকাল অনেক কিছুই ভুল হয়ে যায় তোমার
স্নানঘরে খুঁজতে থাকো সকালের প্রাতরাশ
কাক কে কোকিল বলে করো ভ্রম
নির্দোষ পূণিমার চাঁদকে জ্বলন্ত অগ্নিপিন্ড বলে অপবাদ দাও
তেজ্যোদ্দীপ্ত সূর্যকে প্রবারনার চাঁদ ভেবে অভিবাদন জানাও
এবং ভুল করে উঠে যাও ভুলের পর্বতশিখরে
অতপর নিচে নামতে
নামতে
করজোড়ে ক্ষমা চাও হে চাঁদ, হে সূর্য, হে বৃক্ষলতা
আর অরণ্যশোভিত আমার শহর
ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে বড়বেশী
প্রকৃত ক্ষমা চাও না কারো কাছে
তুমি হে এলোকেশী