ভ্রমরকবিতা রক্ষিত
ভ্রমরকবিতা রক্ষিত
ও ভ্রমর, গুঞ্জরিয়া যাও কানে কানে
সাতপাকে বাঁধো আমারে
চুম্বিয়া যাও ঠোঁটে, গালে
আনন্দে বিভোর হউক নির্বাসিত জীবন
গুনগুন সুরে কহিয়া যাও বিশ্বের খবর
না হয় তোমার ডানায় ভর করুক মনভোমরা
শিহরিয়া উঠুক, মুক্ত হউক
আমার এই গৃহবন্দী জীবন
অসংখ্য দেশ ঘুরিয়া আসি তোমারই ডানায়
শান্তি পাই, জাগ্রত হউক আমার চেতনা
আমি বাঁচি, বাঁচার রসদ সংগ্রহ করিয়া
আনো ভ্রমর, আমি বাঁচি।
----------------
