STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics

4  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics

ভোরের ঐক্যতান

ভোরের ঐক্যতান

1 min
6

ভোরের আলো ভরিয়ে দিলো 

নীল ভোরের আকাশ 

তারি সাথে বইছে দেখো 

মধুর মুহঃ বাতাস ।

ফুলের গন্ধে উঠলো ভোরে 

দেখো চারিদিক 

ঘাসের উপর শিশির কনা 

করছে চিকমিক ।

উঠলো জেগে গাছের ডালে 

ঘুমিয়ে থাকা পাখি 

সূর্যি মামা তখন দিলো 

গাছের ডালে উঁকি ।

এবার তারা এক সাথে 

ধরলো যখন গান 

শুরু হলো সমস্বরে 

ভোরের ঐকতান ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics