ভগবান
ভগবান


ভগবান যদি ভেবেছিলে,
পাথর হয়ে থাকবে পৃথিবীতে,
তবে প্রাণটা তুমি নাই বা দিতে মানব হৃদয়তে।
ভক্তি দিলে শক্তি দিলে,
দিলে অশ্রু বারিধারা,
শুধু দিলে নাতো হে ভগবান, আমার ডাকে সাড়া।
রোজ ফুলের সাজে সাজাই তোমায়, ডাকি কাতর স্বরে,
হে ভগবান শুধু একটিবার এসো আমার ঘরে।
রাতের বেলা স্বপ্নে দেখি আমার সামনে আছো তুমি,
বলছ আমায়, আমি তো রোজ পূব আকাশে উঠি।
বদ্ধ ঘরে এমন করে খুঁজিস কেনো আমায়,
আছি প্রকৃতিতে ছড়িয়ে আমি, আছি সবার হৃদয়ে।