ভৈরবের মৃত্যু
ভৈরবের মৃত্যু




ভৈরবের মৃত্যু হলে কিচ্ছু করার থাকে না
যেভাবে মানুষ মুখ তোলে
একেকটি বীজ হয় একেকটি মাথা
যেভাবে শাখে শাখে ভরে ওঠে আফিম-বিদ্যুৎ
মানুষ যদি কিছু একটা হয়ে ওঠে
কিছুই করার থাকে না
নক্ষত্রলোকের উপর শুধু কালো কালো মাথা ভিড় করে
সামনে আর কিছুই দেখা যায় না।