STORYMIRROR

Mausumi Pramanik

Fantasy

2.0  

Mausumi Pramanik

Fantasy

ভালবাসি তোমায়

ভালবাসি তোমায়

1 min
31.7K


যখন তুমি সোনা রোদ্দুর হয়ে আসো,

নতুন আলো বিছিয়ে দাও

সবুজ পাতায় পাতায়,

ভালবাসি তোমায়।

যখন তুমি ঘন, ধুসর মেঘের রূপে

বিজলী চমকে, গুরুগুরু গর্জনে,

হৃদ্ স্পন্দন থমকে দিয়ে যাও—

ভালবাসি তোমায়।

যখন তুমি বৃষ্টি হয়ে ঝরো,

রিমিঝিমি কিংবা মুষলধারায়

স্নিগ্ধ করে দেহ, সবুজ করো মন,

তখনও ভালবাসি তোমায়।৷

সাদা-কালো-নীল আকাশে

লুকোচুরি খেলার ছলে

রামধনু রঙ এঁকে দিয়ে যাও

আমিও সাত রঙে নিজেকে সাজাই

ভালবেসে’ই তোমায়।

নদীর চরে, সাদা কাশের বন

মৃদু হাওয়ায় দুলে ওঠে যখন

আমিও দুরু দুরু বক্ষে,

তোমার পদশব্দ শুনি

ভালবেসে তোমায়।

নদী বক্ষে ঠাকুর ভাসান শেষে,

আনন্দের রেশ চলে যায় যে পথে,

সেই পথে তোমার ছায়াছবি,

শিহরণ জাগায়

ভালবেসে তোমায়।।

ভোরের ঘাসের ওপর শিশির বিন্দু

যখন তোমার স্পর্শ রেখে যায়,

বুঝি, আমি নিরূপায়

ভালবেসেছি তোমায়।

শিউলি ফুলের গালিচায়,

ভ্রমরের আনাগোনায়,

তোমারই সুবাস খুঁজে নেওয়ায়,

আমার সকল চাওয়া-পাওয়ায়,

ভালবেসেছি তোমায়।।

শীতের হাওয়া কাঁপন লাগায়

জানালা-পাশে ঐ আমডালে

সে বাতাসে শিহরণ,

ছুঁয়ে যায় দেহ-মন

শীতল রাতে ভাল লাগা উত্তাপ বলে,

ভালবেসেছি যে তোমায়।

নব বসন্তে হলুদ ফুলের সমাগম

আমিও গেঁথেছি,বকুল ফুলের মালা

তোমারই প্রতীক্ষায়,

তুমি আসবে প্রেমময় হয়ে

হলুদ মালায় করব বরণ,

এ যে নতুন তুমি!

তা হোক,তবুও ভালবাসি তোমায়।।

 


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy