ভাগ্যের পরিহাস
ভাগ্যের পরিহাস
যদি হয় আবার দেখা মরণের প'রে
চিনতে কি পারবে আমাকে?
সব অভিযোগগুলিকে শিঁকেয় তুলে,
অভিমানেদের নোনাজলে,
দেবে কি বিসর্জন?
মৃত্যুকে যদি বেছে নিই মিলনের অভিপ্রায়,
বিচারাধীন হবে কি আমার ভালোবাসা,
তোমার আদালতের কাঠগড়ায়?
দিও আমায় মৃত্যুদন্ড কিম্বা কারাবাস,
মেনে নেবো এটাই ভাগ্যের নিষ্ঠুর পরিহাস।