STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Drama Romance

3  

Ratnadeep Pramanik

Abstract Drama Romance

বেসুরো

বেসুরো

1 min
415


ভেসে আছে, সাতটা সুর শহরের ফাঁকা ঘরে;

আঘাত করছে তরঙ্গ, সর্বক্ষণ, দেওয়ালের সীমানায়!

তামার তারে-বাঁধা রাস্তা, আসা-যাওয়া মাটির ওপর|

একতারা, দোতারা, তানপুরা, সেতার, এস্রাজ;

বাদ্যযন্ত্র পেয়েছে ঠাঁই তোমার-আমার ঘরে;

 কিন্তু, বাজাবে কে? তারের ওপর জং,

ধুলোর প্রলেপ; অবহেলায় আজ সাতটা সুর,

ভীষণ বেসুরো! শোনা যায়,

শিরা-উপশিরা ছিঁড়ে কেউ বাজনা বাজায়!

বাদ্যযন্ত্র, স্বরলিপি তবে নিষ্প্রয়োজন,

তাল-সুর কাহারবা-দাদরা, অর্থহীন! সাতটা সুর –

অথচ সেই প্রাচীন, আজ কেমন যেন বেসুরো; ক্যাকোফোনি!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract