বেঁচে থাক গাছ
বেঁচে থাক গাছ


ঝাঁকিয়ে রোদ্দুর মাথায়
হাঁকিয়ে ঝড় বৃষ্টি পাতায় পাতায় বেঁচে থাক গাছ
বাতাস ফিরুক ডালে ডালে রমণ আদরে
জুড়াক মাটির কোল ঘুমাক রাত্রি বেঁচে থাক গাছ ।
আজ সব ফুরিয়ে সর্ব হারা
তুমি নিঃস্ব কে যাবে এখন তোমার সঙ্গে
সব কুড়িয়ে নিতো দিব্যি যারা
রঙের দোলায় যতদিন ছিলো ঢেউ সঙ্গে
অরণ্যের সহবাস ছেড়ে
গাছ আসবে তোমার সঙ্গী হয়ে তোমার চিতায়
মাখিয়ে নিজের গায়ে আগুন করবে মৃত্যুর দাহ ।
আমার কবিতার বাস্তু শব্দের অরণ্যকোলাজ
বর্ণের সংস্কারের কোলেপিঠে বেঁচে থাক গাছ ।