বেদুইন মন
বেদুইন মন
আগের মতো নেইতো মন আর
তুলোর মতো নরম,
যে কেউ তাকে ভেজে খেতো
মিথ্যে জালের গরম।
এমন তো নয় ভেংগে গড়া
খেলার মতো ছল,
তবু কেনো মন খারাপে
অশ্রু টলমল।
নেইতো আর আগের মতো
ছুটিনা আবেগে পিছু,
তবু এসে যায় মিথ্যে আশার
প্রদীপ নিভে যাওয়া কিছু!
আমার এই মন এখন বেদুইন
মন জাতে,
গলবেনা আর ঘটনার পর মলম লাগালে ক্ষতে।
কঠোরতার বিশেষত্ব নেই
আজ আর কিছু,
মানবোনা আর অনাচার
হবে যাকিছু।
হিসেব করে শ্বাস নেওয়া শুরু
মন ছুটে সব খানে,
বেদুইন মন এক জায়গার
অধিবাসী নয় জানে।
শিখতে হবে শেষ নেই কোনো
ছুটতে হবে রেশ,
শক্ত হয়ে বেদুইন বেশে যুদ্ধ শুরু
নেই কোনো এর শেষ।
.
