বদলে গেছো
বদলে গেছো


তুমি নাকি আজকাল খরচাপাতির হিসাব ,
ট্রামে বাসে ঘামের গন্ধ ছেড়ে উবেরের সুবিধে -
এসব বুঝতে শিখেছো ?
অল্প করে নাকি ভালোবাসার ক্লাস করছো ?
সাংসারিক মানুষদের কাছে টিউশন নিচ্ছো ?
বেশ অন্যরকম হয়েছো তবে !
তুমি নাকি আজকাল বইটই পড়ো না ?
কি নিউজ ফিড না কিসব নিয়ে মেতে থাকো ?
সেদিন টিনটিন খুঁজে গেছে তোমায় ।
তুমি নাকি মেয়েদের তারিফ করতে শিখেছো ?
ইনফর্ম্যাল ছেলেটা আজ নাকি ফর্ম্যালিটি শিখছে ?
তুমি মানুষটাই বদলে গেছো ।