বাস্তবতার বিপর্যয়
বাস্তবতার বিপর্যয়


বিপযর্য়ের শেষে সময় বড় কঠিন।
ফুটপাতের হাহাকার মধ্যবিত্তের নোনতাজলের আর্তি সরলরেখায় মিশে যায়।
নিপীড়িত অসহায়ের ক্রন্দনরত আর্তি কালের গর্ভে মিলায়।
শত আঘাতেও জরাজীর্ণ হৃদয় শক্ত হোক পদতলের আশ্রয়।
চিন্তারা আজ ধর্মঘটে মহামারী মিছিলে পরিনত।
আসছে প্রলয় গ্রাস করছে আলয়।
বিধবংসী পদক্ষেপের ছোঁয়ায়,
বলি হাজারো প্রান।
প্রকৃতির মারন তান্ডবে,
ক্ষতিগ্রস্থ আধুনিকতার নামাঙ্কিত প্রহসন ।
হাসিমুখে করবো যুদ্ধজয় মানবো না পরাজয়।
যুদ্ধ শেষে অর্জিত হোক অভিজ্ঞতা।
জয় পরাজয় বহমান জীবনের অঙ্গ।
সেটাই মানিয়ে চলাই লক্ষপূরণ।
শুভ হোক সবমুছে যাক অশুভ যাবতীয় কিছু।
শুভারম্ভ এক নতুন অবয়বের,
যাহার স্পর্শে ফিরে আসুক সজীবতা।
ভেসে গেছে কত ব্ই সর্বগ্রাসী দূর্যোগের প্রকোপে।
আমফানের তান্ডবলীলায় ক্ষতিগ্রস্ত মানবজীবন।
মনুষ্যজাতির অহংকারের গরিমা ধরণীর পদতলে লুটায়।
অনাহারের জ্বালায় আধুনিকতা চোরাবালির স্রোতে তলিয়ে যায়।
বাংলা মানেনি হার গ্রহন করতে শেখেনি পরাজয়।