কত ছবি মনে থেকে যায়
কত ছবি মনে থেকে যায়


কত ছবি মনে থেকে যায়,,
স্মৃতি হিসেবে।
কিছু হয় দু:স্বপ্ন,,
যা তাড়া করে বেড়ায় প্রতিনিয়ত।
রক্তাক্ত হয় প্রতিমুহূর্ত
প্রতিটি হৃদয়ের ক্ষত
কিছু স্মৃতি হয় মধুর,,
যার বাস মনের কিনারায়,,
ছুয়ে যায় ইশারায়
গোপন প্রেমিকার নি:শ্বাস
রয়ে যায় আমার দীর্ঘশ্বাস।