চাওয়া পাওয়ার সমীকরন
চাওয়া পাওয়ার সমীকরন

1 min

623
চাওয়া পাওয়া সমীকরণ আজ শেষ,,,
আশার আকাঙ্ক্ষা হয়েছে নি:শেষ।
ভালোবাসায় ভালো থেকো,,,
অনুভুতির ঠিকানা সযত্নে রেখো।
একচিলতে সলতের মতো,,,
নক্ষত্র শত শত।
জমানো মনের কোঠায়,,,
সহস্র আবেগ অসহায়।
চিন্তারা স্মৃতি কে আগলায়,,,
শব্দেরা ছাপ রেখে যায়।