শারীরিকসুখ নাকি মানসিক তৃপ্তি
শারীরিকসুখ নাকি মানসিক তৃপ্তি


পুরুষ তুমি প্রেমিকার নগ্ন বুকের খাঁজে ক্ষনিকের সুখ চাও।
কেবল তার আলতো খোঁপার আবেশে ভেসে দেখো অপার শান্তি পাবে।
সম্ভব হলে তার একচিলতে মায়াবী হাসিতে পরমতৃপ্তি খোঁজো।
শারীরিক সুখ তো সাময়িক ভালোলাগার রেশ।
বয়সের বাড়ন্তে যা হয় শেষ।