স্বার্থের বন্ধুত্ব
স্বার্থের বন্ধুত্ব


বড্ড বেশি গভীরতা আমাদের বন্ধুত্বে।
ভরসার বাঁধনটাও বড্ড মজবুত রক্তে ।
তাইতো দুদিনের মিথ্যে কথায়,
সম্পর্কটার ভাঙন বাইরের লোক রটায়।
আচ্ছা বিশ্বাস টা কি ছিল এতোই ঠুনকো।
আশ্বাস টা বুঝি একমুহুর্তের দেখনদারি ।
তৃতীয় জনের কথাই বুঝি মূল্যবান আর দরকারি।