হে সুভাষ কোথায় তুমি
হে সুভাষ কোথায় তুমি
হে সুভাষ কোথায় তুমি
ফিরে এসো এই ধরিত্রী তে,,,
চেয়ে দেখো তোমার স্বপ্নের ভারতে।
সে আজ লোভ লালসার মোহগ্রস্ত,,,
যাদের কারনে স্বাধীনতা করেছিলে হস্তগত।
ভুলেছে তারা পরাধীনতার নির্যাতন,,,
যাকে তুমি গড়েছিলে লড়াইয়ের নিকেতন।
সে হয়েছে বিবেকহীন ,,কূটনীতিতে ভরা,,
যা ছিল যুক্তি আর সততায় ঘেরা।