STORYMIRROR

AJITESH NAG

Romance Fantasy Others

3  

AJITESH NAG

Romance Fantasy Others

বাসা

বাসা

1 min
205

যতটা দূর ভেবেছিলে ততটা দূরে যেতে পারো নি,

একটু একটু করে নির্বীজ রক্তের মত মিশে যাওয়াটাও অভ্যেস।

সে অভ্যেসের দায় তোমার নেই; হয়ত জানতাম। কেননা; 

হয়ত কোন সতর্কবার্তা বলে যায় নি তোমায়;

আমার অপেক্ষাটুকুর নিস্তরঙ্গতার বিষয়ে। 

তাই ততটাই দূরে যেতে পারো, যতক্ষণ আমার রক্তের অনুসরণ।

স্মরণে সঞ্চিত আছে দিগন্ত জাগার অনৈতিক চিত্রকল্প।  

অনেক পথের শেষে দাঁড়িয়ে; সে তো আমারই রথ,

তুলে নেবে তোমায় চালকহীন, অবলীলাক্রমে।

পদাতিক এবং অশ্বারোহী অথবা নৌ – সমগ্র বাহিনী;

মোতায়েন। 

তোমার চিবুকের গন্ধ মাখা রুমাল তোমাকেই চিনিয়ে দেবে।

আমি সেই অর্বুদ সৈনিকদের বলে দেব,

কোনো প্রবচন, কোনো নিষেধ, কোনো অবিচ্ছিন্ন গ্রহাণুপুঞ্জ;

তোমার গতিরোধ করতে না পারে,

কেন না গাঢ় প্রত্যয় ইতিমধ্যে বাসা বাঁধতে শুরু করে দিয়েছে।

জানি;

কোনো পৌষের মেলায় যখন দেখা হবে আচম্বিতে,

তুমি বলবেই, ভুবনডাঙ্গার মাঠে শুয়ে থাকা কুয়াশার প্রসঙ্গেই যেন, 

যতটা দূর ভেবেছিলাম ততটা দূরে যেতে পারি নি গো।


Rate this content
Log in

Similar bengali poem from Romance