বাঁকা পথে
বাঁকা পথে
জীবনের রাজপথে এগোনো যায় না সদা,
আয়েশ করে চলার প্রশ্নে বাধা |
পথ নয় চকচকে, মসৃন;
ওই প্রান্ত দৃষ্টিতে হয় ক্ষীণ |
আঁকাবাঁকা পথ এবড়ো-খেবড়ো
পদক্ষেপেই হোঁচট,
খানা-খন্দের কালো গহ্বরে
শেষের বাঁশি প্রকট |
চলার ছন্দ সহজ নয় তো মোটে,
চারিপাশেই বিষের কাঁটা জোটে |
পায়ের নীচের একটু মাটি, জলে কাদায় লীন;
কালের খেলায় মানবিক বোধ হয়েছে মূল্যহীন |
চিরন্তনী সত্যের মান কপটে ওজনহীন |
প্রতিবাদী চোখে অবিশ্বাসের আবরণ,
নতুন প্রজন্মের বেসামাল শ্রীচরণ |
পিছিয়ে পরে পিছলে গিয়ে শিড়দাঁড়াটা বাঁকা,
প্রাচীন মতের তৈরী পথে দিশার পায় না দেখা |
লক্ষ্য বিহীন, উদ্দেশহীন জটিল রাস্তা ধরে;
হারিয়ে গেছে স্বপ্ন তাদের, ভিতটাই নড়বড়ে |
মনের যতেক উদ্যম আর এগিয়ে চলার আশা,
বাতাসে বিলীন, ক্ষীণ হয়ে যায় নবীন চোখের ভাষা |
হতাশার সাথে দ্বন্দ্ব মিলে হারায় মনের আলা,
ভর্ৎসনা আর উপহাসে বিঁধে বাড়ায় জীবন জ্বালা |
খুঁড়িয়েই পথ চলা |
