বাঁচিনু গঙ্গা নামে
বাঁচিনু গঙ্গা নামে


( ডায়মণ্ডহারবারে গঙ্গা দেখে )
স্তব্ধ আধি নামিলো রাতি গঙ্গাবুকেতে নিকায়ে ,
আমার মননে শহুরে অসুখ নিমেষে গেল বিকায়ে ।
তুমি মা গঙ্গে প্রণমি তোমারে আশীষ দিও ভরায়ে ,
শত পঙ্ক অহেতু শঙ্ক দুহাতে দিয়াছো সরায়ে ।
তুমি হে পাপত্রায়ী দুহাতে বাসিছো ভালো ,
পরাণশাখে ভরা কুসুম জ্বালায়ে শত আলো ।
অঙ্গে মোর পুলককান্তি অরূপ শক্তি জাগায়ে ,
কতজনমের তিতিক্ষা গো মা দিয়াছো তুমি ঘুচায়ে ।
প্রথম রাতি তোমার কোলেতে পূরণ করি বাসনা ,
অনন্ত মাধুরী দেখিয়া ফিরিবো এই শুধু মোর কামনা ।
হীরক এমন খনিতে মেলে না তবু সার্থক নামে ,
নমো গঙ্গা , প্রণাম গঙ্গা , বাঁচিনু গঙ্গা নামে ।