বাদল দিনের প্রথম বারি ধারা
বাদল দিনের প্রথম বারি ধারা
আজ আষাঢ়ের প্রথম দিনের শেষে,
একলা পথিক তুমি,
ওগো এলে আমার ঘরে।
সকাল থেকে ঝরছে ঝরো ঝরো,
বাদল দিনের প্রথম বারি ধারা।
আকাশ ছাওয়া ঘন কালো মেঘে —
আকুল করে মন, ওগো পথিক,
বাজাও তোমার বীণার তারে তারে —
এমন বাদল দিনের গান।
বাতাস বহে জলের গন্ধবাহী,
পরশে তার উঠছে কেঁপে প্রদীপ শিখাখানি,
পথিক আমার ওগো, তোমার লাগি —
একলা জাগি আঁধার বাতায়নে ।
প্রদীপ আমার নিভে গেছে অধীর বাদল বায়ে।
আমি কেমন করে গাঁথবো মালা
তোমার তরে প্রিয়!
কেমন করে বাসর শয্যাখানি —
আমি রচব তোমার তরে!
আজ এমনতর বাদল রাতি—
থাক না আঁধার ভরা, ওগো এই মিনতি রাখো।

