বাবা
বাবা
বাবা মানে মনের শক্তি,
বাবা মানে ভরসা,
বাবা মানে স্বপ্নপূরন,
বাবা মানে বিশাল এক আকাশ,
বাবা মানে ভয়হীন মন,
বাবা মানে শত আবদার,
বাবা মানে কঠিনের নিচে কোমল,
বাবা মানে শান্তির আশ্রয়,
বাবা মানে শাসন,
বাবা মানে বকুনি,
বাবা মানে এগিয়ে চলার সাহস,
বাবা মানে বন্ধুত্বের প্রতিক,
হাত বাড়ালেই পাওয়া যায় শক্ত হাত,
বিপদে দাঁড়ায় বুক চিতিয়ে,
সমস্ত আঘাত সহ্য করেও
দাঁড়িয়ে থাকে হাসিমুখে,
কষ্টের ছাপ পড়েনা জীবনে,
মেতে ওঠে মন আনন্দে উল্লাসে,
বাবার সংজ্ঞা বড়ই কঠিন হয়না
তার কোন ব্যাখা বিশ্লেষন,
বাবার ছত্রছায়ায় গড়ে ওঠে
আমাদের সুখের জীবন।
