STORYMIRROR

Sipra Debnath

Abstract Romance

3  

Sipra Debnath

Abstract Romance

বাবা

বাবা

1 min
224


  •  বাবা তো আমার গল্প শুরুর নায়ক
  • বাবা তো তার রাজকুমারীর পালক
  • বাবা তো আমার আলাদিনের চিরাগ
  • তার খুকির উপর করেনি কখনো রাগ
  • খুকুর সাথে যা কিছু সবটাই তার অনুরাগ।

  • যখন আমি ছোট ছিলাম বাবাই ছিল
  • আমার বসত রাজ্যের রাজা আর?
  • আর আমি ছিলাম রাজার রাজকন্যা,
  • একটু কিছু বললে কেউ বয়ে যেত
  • দুচোখ বেয়ে অঝোর বৃষ্টির বন্যা।

  • আমার রাজ্যে বাবাই রাজা বাবাই সেনাপতি
  • বলতো বাবা আমি নাকি তার কন্যা লক্ষীমতি,
  • আজব কত প্রশ্ন আমি ছুঁড়ে দিতাম বাবার পানে
  • একটুও না রাগ করে জবাব দিত গানে গানে,,
  • গল্পগাথায় বলতো কথা আমি কী ছাই বুঝতাম তার মানে?

  • এখন বাবা নেই তো কাছে তাইতো পড়ে ভীষণ মনে
  • বাবার মতই আরেকজন এসেছিল আমার জীবনে
  • দিনের শুরু হতো আমার তার কথায় তার গানে
  • শ্রদ্ধা ভক্তি সব উজার করে দিয়েছিলাম তার পায়ে
  • বলেছিল কোনভাবেই কোন আঁচ লাগতে দেবে না গায়ে।

  • বললে মুখে যায় না হওয়া বাবা যায় না হওয়া বাবা
  • নিত্যনতুন জন্ম নেয় কত মেয়ে তার বাহুডোরে
  • বাবা ছাড়া সবই যেন মিথ্যা কেমন সকল জীবন জুড়ে
  •  চিন্তা কেবল বাবাই করে কোনরকম ঝড়ঝঞ্ঝা
  • ছোঁয় না যেন তার নিরীহ শান্ত অতি আদরের   মিষ্টি রাজকন্যাটিরে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract