অত্যাচার
অত্যাচার


চারিদিকে শুনি হাহাকার
ঘরে বসে কত বেকার
কঠিন কালো, কে খুলবে দ্বার?
শেষ হবে কি এই অত্যাচার
নীল আকাশে মেঘ তুমি কার?
ভেসে চলে যাও, এপার ওপর
কিসের দ্বিধা, করো এটুকু স্বীকার
দূর হবে তো এই অত্যাচার।
চারিদিকে শুনি হাহাকার
ঘরে বসে কত বেকার
কঠিন কালো, কে খুলবে দ্বার?
শেষ হবে কি এই অত্যাচার
নীল আকাশে মেঘ তুমি কার?
ভেসে চলে যাও, এপার ওপর
কিসের দ্বিধা, করো এটুকু স্বীকার
দূর হবে তো এই অত্যাচার।