অতৃপ্তি(15)
অতৃপ্তি(15)
যারা দেখতে পায় না
তারাও দৃষ্টি ফিরে পেতে চায়,
তারা দেখতে চায়
সেই ঝলসানো মৃতপ্রায় মুখ
ওই অসহায় মানুষদের।।
যারা শুনতে পায় না
তারাও শ্রবণশক্তি ফিরে পেতে চায়,
তারা যেন শুনতে চায়
সেই সাহায্যের ক্রন্দনধ্বনি
ওই অসহায় মানুষদের।।
যারা হাঁটতে পারে না
তারাও হাঁটতে চায়,
যেন তারা চায়
পাশে গিয়ে দাঁড়াতে
ওই অসহায় মানুষদের।।
যারা কথা বলতে পারে না
তারাও কথা বলতে চায়,
যেন তারা শুধু বলতে চায়
"আমি তোমাদের পাশে আছি সবসময়"
ওই অসহায় মানুষদের।।
তবুও যারা মানুষ হতে পারেনি
তারা ভুলেও মানুষ হতে চায় না,
রাস্তার কুকুর ভেবে দূরে ঠেলে দেয়
ওই অসহায় মানুষদের।।