অশান্ত সময়
অশান্ত সময়
সময় বড় অশান্ত আজ, মনের মাঝে ভার৷
রিক্ত হৃদয় আক্ষেপেতে, নীরব হাহাকার!
ভালোমন্দের দ্বন্দ্ব-বিরোধ, সূক্ষ্ম সীমারেখা;
অশ্রুপাত আর রক্ত দিয়ে ইতিহাসটা লেখা৷
ঘড়ির কাঁটা থমকে গেছে, সময় তবু অশান্ত!
আবর্তনে ফিরবে সময়, প্রকৃতি ঠিক জানতো!
বিষের বাতাস শিথিল হলেও, নরমেধ যজ্ঞ!
প্রজাতি বিশেষ মরণাপন্ন, পৃথিবীর আজ আরোগ্য!
উত্তাপে সেই ভাঙতে থাকা মহাপ্রলয়ের ঘুম—
সময় ফেরে—সত্যি সেটাই, নেই প্রকাশের ধুম!
অশান্ত এক সময়ে আজ দারুণ ছোঁয়াচে মনখারাপ৷
অবিচারে শুধু জমেছে পাথর, নেই শ্যাওলার কোনো মাপ!
হয়ত ঝড় থামবে আবার, নতুন সূর্য উঠবে!
নন্দনে তবু পারিজাত ফুল আগের মত কি ফুটবে?