অরন্যদেব
অরন্যদেব
জারজ শিশুর চোখে আদিম বন্যতা।
সারাগায়ে মহুয়ার আঘ্রাণ।
মাথায় মেহগনি পাতার মুকুট,
পড়নে শিমূল তুলোর কৌপীন।
পাতলা বাতাস ভাসিয়ে এনেছে -
অভিষেকের কুণ্ডল।
বনফুল কানেগুঁজে চপল হরিণীর দল,
বার্তা পৌঁছে দেয় অরণ্যের আনাচে কানাচে।
জ্ঞান বৃক্ষ অশ্বত্থ ফিসফিসিয়ে আওরায়-
অভিষেকের মন্ত্র।
বজ্র লেহন কোরে দধীচি শাল -
আজ মানাসয় রাজদণ্ড।
সারিবদ্ধ জীব মগ্ন স্তুতিতে —
“ছিনিয়ে আনবে রাজা, মৃত্যুর পরোয়ানা,
পিতৃপুরুষের দেরাজ থেকে”।
