অপূর্ণ ইচ্ছেরা
অপূর্ণ ইচ্ছেরা
একদিন ঝুম বৃষ্টি নামবে
বড়ো রাস্তার পাশের ঐ ছোটো রাস্তা দিয়ে
হেঁটে যাবো আমরা দুজনে
থাকবে না কোনো ছাতা
থাকবে না জ্বর আসার কোনো ভয়,
বৃষ্টি ভেজা রাস্তার আর এক দিকে
গাড়ি গুলো পেরিয়ে যাবে সাঁই সাঁই গতিতে
আর আমাদের হবে নিঃশব্দ ধীর গতির চলা,
সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে;
হয়তো বা বলবে, "এরা কি পাগল নাকি?"
কিন্তু আমরা জানব - এখানে আর কেউ নেই
শুধু আছি আমি, তুমি আর এই ঝুম বৃষ্টি ।।
একদিন আকাশ ভেঙে জ্যোৎস্না নামবে
ঝিরিঝিরি বাতাস বইবে
আমি আর তুমি অনেক রাতে
ছাদে বসে জ্যোৎস্না দেখব
মধুর তানে বাজবে রবীন্দ্র সংগীত -
"ওহে কি করিলে বলো পাইবো তোমারে
রাখিবো আঁখিতে আঁখিতে ।"
কোমল জোছনা আমাদের গায়ে ভেঙে পরবে
অনেকগুলো ঝিঁ ঝিঁ পোকা ডাকবে
একটা দুটো জোনাকি পোকা
জ্বলবে আর নিভবে ।।
কোনো এক ক্লান্ত বিকেলে
আমি আর তুমি পাশাপাশি হাত ধরে হাঁটব,
পরনে থাকবে সুতির একটা শাড়ি
আর তুমি পরবে একটা পাঞ্জাবী,
হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবো
তখন আমি আর তুমি
উঠব একটা রিক্সায়;
রিক্সার হুড খুলে
ঘুরে বেড়াবো সারা শহর,
সূর্য যখন ঐ দিগন্তরেখা ছুঁয়ে যাবে
দূর থেকে আমরা দুজন তাকিয়ে দেখব ।।
রাত জেগে আমরা দুজন
ফোনে কথা বলবো,
সারা পৃথিবীর সমস্ত গল্প
আমি তোমায় শোনাবো,
বুকের ভেতর থাকা সব
জমানো কথা তোমায় বলবো;
দুজনের এই গল্প করতে করতে
কেটে যাবে সারা রাত
ভোরবেলা যখন কোকিল ডাকবে
তখন খেয়াল হবে আমাদের
আরে, রাত তো শেষ !
কিন্তু আমাদের গল্প এখনও শেষ হয়নি;
যেন আরও আস্ত একটা জীবন সমান গল্প
বলা বাকি রয়ে গেছে ।।
---- রোজ একটা করে এরকম স্বপ্ন দেখি
ঘুমের মধ্যে নয়, ঘুমহীন দিবা স্বপ্ন,
জানি কখনই পূর্ণ হওয়ার নয়
তবুও দেখি, রোজ দেখি
আর মনের গভীরেই দাফন হয়
সেইসব অপূর্ণ ইচ্ছেদের ।।
