STORYMIRROR

সূর্য্যেন্দু গায়েন

Romance Others

3  

সূর্য্যেন্দু গায়েন

Romance Others

অপেক্ষা

অপেক্ষা

2 mins
61


শুনিতে কি পাই তব পদধ্বনি আজি?

মজেছি প্রেমে, আমি মনমাঝি।

উথলি উঠিছে প্রানসুধা

ঘূর্ণীয়মান জলমাঝে প্রেমেরতরী নোঙরে বাঁধা।

তুমি সখী,

মোর মন মাঝে

নিভৃতে নীরবে পূর্বরাগে ফিরে এসো কাছে

নৌকাবিহারে জলপথে

মোর কাঁধে মাথাপেতে

ভেসে যাব প্রেমের সাগরে।

মনে হয় প্রেমের সাগরে

ডুবে রব মোরা

এমনই পিরিতি প্রেমের খেলায়;

ভেসে যাব সাগর সন্ধানে মোহনায়

মিলনের মহাস্থানে।

মহাস্থানে মিলন মাঝে;

মুখে কথা নহে কাজে

প্রেমালাপে মজিব দুটি প্রাণ।

রইলাম অপেক্ষায় ।

মোহনায় অপেক্ষায় মুক্ত আকাশে

নির্মলবাতাসে

জমে ক্ষির হবে বহু প্রেমালাপ একান্তে

নৌকাবিহারে হারিয়ে যাব নীলদিগন্তে,

সেথা শুধু তুমি আমি, রচিব আপন প্রেমকথা

আমার গহীন মনে, হারাবার যন্ত্রনা

দেখ এসে মনমাঝে

তোমার নামই লেখা মোর হৃদয়জুড়ে।

দিবালোকে দেখি সখা সাথে সখী

মুদিত নয়নে হবে চোখাচোখি

আমার ব্যর্থ প্রেম

তব অপেক্ষার প্রহরগুনি

আসিবে বুঝি এপথ ধরে।

উদ্বেলিত-আহত-ব্যথিত হৃদয় মাঝারে

শুধুই তুমি।

রইলাম অপেক্ষায়।

আমার সুমতি ফিরেছে

পাহাড় তলে দাঁড়িয়ে, বিষণ্ণতা আমায় ঘিরেছে

স্বপ্নের সাথে যুঝি বারেবারে মনটা তোমাতে মজে

পাহাড়ের পাদদেশে হোক দেখা

অপেক্ষায় আমি, সখা।

দেখো দ্যাখো চেয়ে, আমি পথ চেয়ে;

সাগর এসেছে বেয়ে।

পাহাড় কিনারে, সাগরে-পাহাড়ে মিলে।

ঢেউয়ের আছাড়ে নৌকা দোলে

এসো, এসো ফিরে হেথায়

মাতিব প্রেমের কথায়

সাক্ষী থাকিবে পাহাড়-সমুদ্র ও দুটিমন।

বাড়ায়ে দুহাত মোর

ধরিবে হাত ছুঁইবে মন

মোর বক্ষমাঝে তব আগমন

শুধু তুমি, শুধু তুমি রবে হেথা।

রইলাম অপেক্ষায়।

তব বিনা শুন্য হে মন

রচিব হেথায় বাঁচিবার নতুন জীবন।

এই মনে শুধু তুমি আর তুমি,

তমা ছাড়া এ মন ও প্রাণ রাখিবনা আমি।

তব বিনা, মোরপ্রাণ পাইবে কবরস্থানে ও শ্মশানে।

চিরনিদ্রায় সোপানে।

ভুলত্রুটি ভুলেছি

তোমায় আপন ভেবেছি

অপেক্ষা শুধুই তোমার

ধন্য হউক জীবন আমার

রচিব জীবন কথা

বাকি জীবনের প্রেমগাঁথা

শত গ্লানি ভুলে,

রচিব এই পাহাড় ও সমুদ্র কিনারে।

যে ভুল করেছি আমি

ক্ষমা করে ফিরিবে তুমি।

রুক্ষ মরুভূমি তৃষ্ণার্ত বালুতল,

পুড়ে খাক বহু ইতিকথা, নাহি অবিকল

পুড়েছে মোরও অতীত মন,

আজও তুমিই আপন,

এসো হে সখী

চেয়ে দেখো মরুভূমির বুকে মাথা রাখি,

তপ্ত বালুকার মাঝে আমি জীবনমরণে।

রইলাম অপেক্ষায়।

শুনিতে কি পাই তব পদধ্বনি আজি?

মজেছি প্রেমে আমি মনমাঝি।



Rate this content
Log in

Similar bengali poem from Romance