STORYMIRROR

সূর্যেন্দু গায়েন

Romance

3  

সূর্যেন্দু গায়েন

Romance

কোন কাননের ফুল

কোন কাননের ফুল

1 min
135


ওগো! তুমি কোন কাননের ফুল হে,

ফুলের সুবাস মাতাল করে।

তুমি কোন জাদুতে সুবাস ছড়াও?

কোন মহিমায় মনটা মাতাও?

ওগো! তুমি কোন কাননের ফুল হে?


তুমি কি সেই পাহাড়িয়া ফুল?

তোমায় তাহারা অঙ্গে জড়ায়।

ওদের রূপে তোমার ছটা,

ওদের প্রাণে তোমার ছায়া।

ওগো! তুমি কোন কাননের ফুল হে?


ওগো! তুমি কি সেই নদীর ধারের,

লতায় জড়ানো বুনো ফুল?

নাকি ওই অজানা গাছের মুকুল?

তুমি কি ওই সুবাস মাখা বনের ফুল?

ওগো! তুমি কোন কাননের ফুল হে?


তুমি কি ওই ছাদের মাথায় লুকিয়ে রাখা,

ফুলের টবের কোমল ফুল?

নাকি তুমি পলাশ বনের সন্ধিক্ষণে,

লুকিয়ে থাকা কচি ঘাসের ফুল?

ওগো! তুমি কোন কাননের ফুল হে?


তুমি কি ওই ধানের ক্ষেতের,

আলের ধারে শিশির ভেজা-

ঘাসের মাথায় প্রস্ফুটিত ছোট্ট ফুল?

তোমার সুবাসে মনটা ব্যকুল।

ওগো! তুমি কোন কাননের ফুল হে?


তুমি কি ওই পাঁচিল বেয়ে গজিয়ে ওঠা,

বনলতার মনের কোণে লুকিয়ে থাকা,

অবাধ্য এক ছোট্ট কুঁড়ি ফুল?

মনে হয় মায়ার দেশের স্বপ্ন ফুল।

ওগো! তুমি কোন কাননের ফুল হে?


তোমার ঐ মধুর সুবাস,

মাতাল করে আমার এ মন।

আমি কি জানতে পারি তোমার নাম,

বলো বলো হে সুজন বন্ধু,

ওগো! তুমি কোন কাননের ফুল হে?


Rate this content
Log in

Similar bengali poem from Romance