শ্রাবনধারা
শ্রাবনধারা


বাদলাদিনে মনের কোণে
বৃষ্টি জমে চুর।
একলা ঘরে জানালা ধারে
ভাল্লাগেনা ধুর!
গুমোট গরম মনটা'নরম
শীতল বাতাস নাই।
আয়রে ঝেঁপে বর্ষা ক্ষেপে
তোর স্পর্শ চাই।
গাছের ডালে ভ্রমরদোলে
ফুলের মধু খায়।
উদাস মনে আপন'জনে
গুনগুন গায়।
শ্রাবণধারা বাঁধন'হারা
ঝিরিঝিরি বারি ঝরে।
একলা পথে আপন হতে
এসো মোর ঘরে।
ছিটিয়ে দিলে বর্ষাজলে
চোখ খুলতেই হারিয়ে গেলে।
ফিরবে আবার হাওয়ার সাথে
জলছিটিয়ে কি বা পেলে।
চমকে দিলে বেখেয়ালে
বর্ষা তুমি দুষ্টু বুঝি।
আর চাইনা জলঝর্ণা
শীতলতার পরশ বুঝি!
এমনই মনে বাদলা দিনে
এসো বারে বারে।
আপনমনে সংগোপনে
দেখবো নয়নভরে।
বর্ষারানী বেশ অভিমানী
কেঁদে ভাসায় জলে।
ধমক দিলে চমকে গেলে
ভাসাই অশ্রুজলে।