অন্য রকম বসন্ত
অন্য রকম বসন্ত
বসন্ত আসেনি জীবনে
তাই জীবনের রঙ ও বদলাইনি কখনো।
রঙ বদলানো হয় বসন্ত উৎসবে
আমি কখনো রঙ বদলায় না জীবন থেকে।
নীল বাংলার প্রান্তরের কাছে নীল রঙই প্রিয় অজস্র জন্ম ধরে
যেমন ভাবে প্রথম পুরুষের কাছে প্রথম প্রিয়জন যে হয় তেমনি।
অভাবে আমার ঘর জ্বলে পুড়ে ছাই তবে এ আগুন লাগা তো সে আগুন লাগা নয় !
এটা মানুষে মানুষে বিবেকের আগুন লাগার নাম বলে থাকে লোকে
এটাকেই অন্যভাবে বলে দগ্ধ হয়ে যাওয়া।
