অন্তরালের যাত্রী
অন্তরালের যাত্রী


"ক্লান্ত শরীরে, ধুঁকতে ধুঁকতে, এগিয়ে চলা লোকাল ট্রেন,
স্বপ্ন পূরণের ইএমআই-এর ভারে,
নুয়ে পড়া একটা মস্ত কালো ব্যাগ,
আর মধ্যরাতের প্রেয়সীর মতো,
গভীর আলিঙ্গনে জড়িয়ে থাকা হেডফোন।"
ভাবছেন, নির্ঘাত, আবার একটা সেই সেকেলে ঘ্যানঘ্যানে পদ্য ফাঁদার ফন্দি ?
হয়তো তাই, হয়তো বা কিছুই না।
হয়তো, এ নিছকই আমার অযান্ত্রিক থেকে,
যান্ত্রিক হয়ে ওঠার পথের রোজনমচা।
নাকি, সেই বছর কুড়ি আগে দেখা রথের মেলায়,
জাদুকরের রুমাল ভ্যানিশ করার মতোই,
হঠাৎ, ছুমান্তর হয়ে হারিয়ে যাওয়া ছোটবেলার উপর,
অবান্তর অভিমানে, বকে যাওয়া হিজিবিজি।
ইচ্ছে করে, কোন এক জাদুবলে,
পৌঁছে যায়, সেই হারিয়ে যাওয়া সময়ে।
যেখানে একটা ফেলে আসা আমি,
দাড়িয়ে আছে, একলা যক্ষ হয়ে।
তার কাছে গচ্ছিত আছে,
আমার রূপকথার রাজপুত্তুর হয়ে ওঠার গল্প,
আর সেই বড় হতে চাওয়ার স্বপ্নগুলো।
পারলে, এক ছুট্টে গিয়ে, কেড়ে নিতেম সেই স্বপ্নদের,
আর বন্দী করে দিতেম তাকে সেই রূপকথার গল্পে।
কিন্তু আলো ঝলমল কামরার ভেতর,
পথ দেখাতে চাওয়া জোনাকিরা আজ বড্ড অমিল।
তাই নিখোঁজ আমি, ঘুরে চলেছি নিরন্তর,
সেই অন্তহীন এক গোলধাঁধায়।