অনন্ত-পাদুকা-সুক্তম
অনন্ত-পাদুকা-সুক্তম


বেশিটা না জানাই ভালো....
রক্ত , মাংস
দঁড়ি
কিছুটা না জানাই ভালো ৷
এইতো বেশ সকালের রুটি
দুপুরের ঘুম আর প্রতি ভোরে পুনর্জনম
জন্ম, মৃত্যু, বিয়ে
মহালয়া,
বিসর্জন !
বৃষ্টির সাথে সাথে কিছুটা রক্তপাত
কিছুটা ধীর লয়ে মহানিষ্ক্রমন
এ বেশ ভালোই আছি
কখনো মদ্য, কখনো কবিতা
বাকিপথ
অনন্ত-পাদুকা-সুক্তম ৷