STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

অক্টোপাস

অক্টোপাস

1 min
864

আমার বাড়ির ঘরগুলো আজ নেই আমার ঘরে

সব সম্পর্ক চুকিয়ে ফুলের গন্ধের মতো নিঃশব্দে

চলে গেছে আর এক সম্পর্কের স্বাধীন ডানা ধরে ।


আমার বাড়ির পাঁজর যদিও  শ্যাওলা  পাথর    

আস্তিন কাটা স্যাঁত স্যাঁতে অসুখ জল কাদার 

অন্ধ বধির খিল বিহীন হাট খোলা বাজার ।


তবু ঘরের মোহে

সমস্ত আকাশ নামতো আমার ঘরের ছাদে 

চাঁদের ঝর্ণা কুচি উপচে পড়তো উন্মাদে 

সব দুরত্ব  বাহুর ডোরে কাছে টানার স্বাদে 

থাকতো সহজিয়া বোধ ঝরোকায়  

অষ্টপ্রহর 

তিনটি হৃদয় আচ্ছন্ন একই মরমের যাপনতর 

    আমি...

    তুমি ...

    আর সমস্ত প্রকৃতি ...

    যেন দিগন্তময় মুদ্রায় 

    অক্টোপাস ।

মেঘের বৃষ্টি দানায় 

সমুদ্র ডুবতো আরো গভীরে আরো গভীরে 

দেখার কিনারে কিনারে ....


Rate this content
Log in

Similar bengali poem from Classics