অঘটন
অঘটন
ঘটনা বা দুর্ঘটনা
কারোর হাতে নেই,
হবার যা তা ঘটবেই,
তার নিজের সময়েই।
আমরা ভাবি এড়িয়ে যাবো,
হয়না তা বাস্তবে!
বিধির লিখন সবাই জানে,
কে তারে খন্ডাবে!!
অঘটনের পিছে কারণ
খুঁজতে যাওয়া বৃথা,
ঘটন-অঘটন নিয়েই জীবন,
এই টা তো সারকথা।।
ঘটনা বা দুর্ঘটনা
কারোর হাতে নেই,
হবার যা তা ঘটবেই,
তার নিজের সময়েই।
আমরা ভাবি এড়িয়ে যাবো,
হয়না তা বাস্তবে!
বিধির লিখন সবাই জানে,
কে তারে খন্ডাবে!!
অঘটনের পিছে কারণ
খুঁজতে যাওয়া বৃথা,
ঘটন-অঘটন নিয়েই জীবন,
এই টা তো সারকথা।।