Kakali Mukerjee
Abstract
ঘটনা বা দুর্ঘটনা
কারোর হাতে নেই,
হবার যা তা ঘটবেই,
তার নিজের সময়েই।
আমরা ভাবি এড়িয়ে যাবো,
হয়না তা বাস্তবে!
বিধির লিখন সবাই জানে,
কে তারে খন্ডাবে!!
অঘটনের পিছে কারণ
খুঁজতে যাওয়া বৃথা,
ঘটন-অঘটন নিয়েই জীবন,
এই টা তো সারকথা।।
আমি আর বৃষ্টি...
অগ্নিকন্যা
বলা হলোনা
আমি হেঁটে চলে...
প্রেম
যে আমার
কি চাও
ফেরা
প্রতিমা
জন্ম মৃত্যু
অপবাদ অপবাদ
স্বপনচারী স্বপনচারী
গোধূলি বেলা গোধূলি বেলা
বিলাস বিলাস
বর্ণহীন ভালোবাসা বর্ণহীন ভালোবাসা
তুমি ফিরে যাও... যেখানে বৃষ্টির ভেতর সমস্ত আকাশ পৃথিবীর টানে একাকার তুমি ফিরে যাও... যেখানে বৃষ্টির ভেতর সমস্ত আকাশ পৃথিবীর টানে একাকার
অবসরে অ্যালবাম ঘেঁটে অতীত সামনে এলেও "চেয়ে দেখো আমায়", বলে আজকের গৃহকোণ! অবসরে অ্যালবাম ঘেঁটে অতীত সামনে এলেও "চেয়ে দেখো আমায়", বলে আজকের গৃহকোণ!
প্রতিদিন একটু একটু ক্ষয়ে তোমরা ট্রেন , স্টিমে ঢাকা আকাশ, দ্রুত শব্দ পদক্ষেপ প্রতিদিন একটু একটু ক্ষয়ে তোমরা ট্রেন , স্টিমে ঢাকা আকাশ, দ্রুত শব্দ পদক্ষেপ
আঁকতে চাইছি রোদে ভিজা শীতের দূপুর অঙ্ক খাতার লাস্ট পেজগুলোতে … আঁকতে চাইছি রোদে ভিজা শীতের দূপুর অঙ্ক খাতার লাস্ট পেজগুলোতে …
আমরা আবার ঈশ্বরের ধ্যানে মগ্ন হই। মাথা লুকোই নিরোধের মত চুপিসারে অন্ধকারে। আমরা বেশ চঞ্চল থাকি... আমরা আবার ঈশ্বরের ধ্যানে মগ্ন হই। মাথা লুকোই নিরোধের মত চুপিসারে অন্ধকারে। ...
অনন্ত রক্তক্ষরণে রক্তকরবী গড়া হল না অনন্ত রক্তক্ষরণে রক্তকরবী গড়া হল না
আমি চাবি খুলে নিই হুক থেকে আমি চাবি খুলে নিই হুক থেকে
মাদক মদেতে হয় কি অবসন্ন মাদক মদেতে হয় কি অবসন্ন
তারাই কি এলিয়েন, না কল্পনা সবই ? তারাই কি এলিয়েন, না কল্পনা সবই ?
কোথাও জোছনা নেই আছে শুধু আধার সন্ত্রাস কোথাও জোছনা নেই আছে শুধু আধার সন্ত্রাস
তুমি নেই বলে তো সূর্যোদয় সূর্যাস্তে পরিণত হয় নি তুমি নেই বলে তো সূর্যোদয় সূর্যাস্তে পরিণত হয় নি
অরুণ যেমন জ্বলছে দিবালোকে ভরে অরুণ যেমন জ্বলছে দিবালোকে ভরে
কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে। কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে।
৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি । ৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি ।
আর বাতাস,সেতো আজও আগের মতই আছে আর বাতাস,সেতো আজও আগের মতই আছে