অবসর
অবসর
দিনের শেষে মিলে গেছে আজ অবসর , সব প্রয়োজন গেছে ফুরিয়ে। ভুলে গেছি আজ সময় আর সব কাজ আলস্যের ছায়া জড়িয়ে। মুক্ত আকাশ বুকে নিয়ে আজ প্রথম - অবসর। মনে তাই অবসর যাপনের আয়োজন। মিটে গেছে আমার সব প্রয়োজন।এখন শুধুই অবসর,বহু প্রতীক্ষার পর।
বিকালের মিষ্টি রোদ মিষ্টি হলো ফাল্গুনে
ঝরাপাতা ঝরাফুলে মিষ্টি মিষ্টি ভালোবাসার আগুনে ঝলসানো আধো আঁধারে। বঞ্চিত চাওয়াগুলো সঞ্চিত মনে আজও তারা বন্দিনী অনুশাসন ও ধর্মের চেতনায় বাঁধা আছে মায়াতে।
সন্ধ্যের আবছা আলো আর ছায়াতে ফাগুনের ধুলো এসে তোলে ঝড় আধমরা মনে। অবসাদ শেষ হয় গরম চায়ের লিকারে আর কাব্যরা ব্যালকনি নির্ভর। বহুদিন পর আজ অসময়ে মিলে গেছে - অবসর।
