STORYMIRROR

Saibal Ray

Romance Inspirational

3  

Saibal Ray

Romance Inspirational

অবসর

অবসর

1 min
275

অনেকদিন পর একটু অবসর। 

সকালের আলো মেখে দেরিতে ঘুম ভাঙা। 

হেমন্তের শীত শীত ভাবে জর্জরিত দেহ। 

ঘুম ভাঙে একটু দেরি করে। 

চায়ের কাপে ধোঁয়া ওঠে। 

তাড়া নেই তেমন। 

অনেকদিন পর সাপ্তাহিক নিয়মভঙ্গ।

জানালা দিয়ে আলো এসে পড়ে বিছানায়। 

নেই প্রতিদিনের তাড়াহুড়ো। 

অনেকদিন পর মস্তিষ্কে আশ্চর্য প্রশান্তি। 

এ কোন রবিবার নয়। 

চাকরি থেকে সাম্প্রতিক বিরতি। 

ভালোই লাগছে হেমন্তের হিমেল হাওয়া। 

যুদ্ধের আগে শান্ত নৈঃশব্দ্য। 

অনেকদিন পর একটু অবসর। 

ভালোই লাগছে আপাতত। 



ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar bengali poem from Romance