অবস
অবস
ওই অবসর আসছে তেড়ে,
যেতে হবে সকল কাজ ছেড়ে।
সাঙ্গ হবে লীলা ভূমির খেলা,
কামনা আসক্তি দেবে না দোলা।
রাগ অনুরাগ ঘৃণা ভয় হবে ক্ষয়,
দান প্রতিদানের খেলায় হবে জয়।
ওই অবসর আসছে তেড়ে,
ডাকছেন তিনি দুই হাত নেড়ে।
