অবিশ্বাস
অবিশ্বাস


(আজকের বিষয় বিশ্বাসঘাতক)
এ পৃথিবী বড়ো অবাক করা
এ একদিকে মায়ায় ভরা
অন্যদিকে আছে কত লোভের হাতছানি
বিশ্বাসঘাতক দের পদ ধ্বনি।
ভয় হয় তাই মনে,
কাকে বিশ্বাস করি আর না করি আমার মনে!
আজ চারিদিকে একই ধারা!
আজ তাই অবিশ্বাসের ছায়া দেখি জনে জনে....