অভিপ্রায়
অভিপ্রায়
আমি সমুদ্র হতে চাই
যেখানে মিশে আছে
কোটি কোটি মানুষের
সুখ - দুঃখের সমাহার।
যার ঢেউ, হাজার বার
আছড়ে পরে ও
মাথা নত করেনি, একবার।
যাকে চোখ রাঙালে
দেখিয়ে দেবে,
তার ক্ষমতার জোর
দূর - দুরান্তর।
যার দুর্বার গতি
হার মানিয়েছে,
বহু মানুষের
অহংকার।
রাগলে যার
রনচন্ডী রূপের ছটায়,
কেঁপেছে
বিশ্ব - চরাচর।
যেখানে মিশে আছে
কত কত জল দস্যুদের
শোষন - অত্যাচারের
কাহিনী, আবার
কত কত ধীবরের
জীবিকা গড়ার
ইতিবৃত্ত।
যুগ যুগ ধরে
কোটি কোটি মানুষের মুখে
তুলে দিয়েছে যে আহার,
যার কল কল ধ্বনিতে
মেতেছে, সমগ্ৰ
বিশ্ব - চরাচর,
সহস্র কোটি প্রনাম
জানাই, তাহাকে
বারংবার, বারংবার।
যার হিংস্রতা ও
মমতার বৈপরীত্যে
নিজেকে খুঁজে পেয়েছি
বারে, বার
তাই তো তাহাতে
বিলীন হতে চাই
চিরদিনের তরে
প্রতিবার, প্রতিবার।
আর, সেই কারনেই
পরজন্মে,
সমুদ্র হওয়ার
অভিপ্রায়,
মেতে উঠেছি
নিরন্তর।
