STORYMIRROR

Chandrane Das

Abstract Fantasy

3  

Chandrane Das

Abstract Fantasy

অভিপ্রায়

অভিপ্রায়

1 min
303

আমি সমুদ্র হতে চাই

যেখানে মিশে আছে

কোটি কোটি মানুষের

সুখ - দুঃখের সমাহার।


যার ঢেউ, হাজার বার

আছড়ে পরে ও

মাথা নত করেনি, একবার।


যাকে চোখ রাঙালে

দেখিয়ে দেবে,

তার ক্ষমতার জোর

দূর - দুরান্তর।


যার দুর্বার গতি

হার মানিয়েছে,

বহু মানুষের

অহংকার।


রাগলে যার

রনচন্ডী রূপের ছটায়,

কেঁপেছে

বিশ্ব - চরাচর।


যেখানে মিশে আছে

কত কত জল দস্যুদের

শোষন - অত্যাচারের

কাহিনী, আবার

কত কত ধীবরের

জীবিকা গড়ার

ইতিবৃত্ত।


যুগ যুগ ধরে

কোটি কোটি মানুষের মুখে

তুলে দিয়েছে যে আহার,

যার কল কল ধ্বনিতে

মেতেছে, সমগ্ৰ 

বিশ্ব - চরাচর,

সহস্র কোটি প্রনাম

জানাই, তাহাকে

বারংবার, বারংবার।


যার হিংস্রতা ও

মমতার বৈপরীত্যে

নিজেকে খুঁজে পেয়েছি

বারে, বার

তাই তো তাহাতে

বিলীন হতে চাই

চিরদিনের তরে

প্রতিবার, প্রতিবার।


আর, সেই কারনেই

পরজন্মে,

সমুদ্র হওয়ার

অভিপ্রায়,

মেতে উঠেছি

নিরন্তর।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract