STORYMIRROR

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

4  

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

অভিমান

অভিমান

1 min
9

আগেও বলেছি, আবারও বলছি,

খুব ছোটোবেলাতেই প্রেমে পড়েছি।

মায়ের মুখে রামায়নে গল্প শুনে,

সীতা ভেবেছি নিজেকে মনে মনে।

হতে পারেন রাঘব পূজ্য সকলের,

কল্পনার রাজ্যে রঘুপতি স্বামী আমার।

কষ্টে, অভিমানে, আমার যেন বুক ফেটে যায়,

যখন সে আমায় একা একা বনবাসে পাঠায় ।

তারপরে এলো যখন পালা লেখাপড়ার,

টেকো ভদ্রলোকটি যে তখন হিরো আমার !

মাইলষ্টোন দেখে ওয়ান টু শিখে নেয় ওস্তাদ !

মনে আমার, পেতেছে তো সে তখনই প্রেমের ফাঁদ।

মায়ের কথায় সাঁতরে দামোদর পার হয় যে ছেলে !

হতেই পারে না সে, আলতু ফালতু কিংবা এলেবেলে।

বুঝে পাই না কেন যে সে কুয়াশাকে কুজ্ঝটিকা বলে !

চোখে জল আসে অকারণে, অভিমানে ঠোঁট ফোলে ।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy