STORYMIRROR

Ashok Chattopadhyay

Fantasy

2  

Ashok Chattopadhyay

Fantasy

অভিমান ভেঙে তুমি আসবেই

অভিমান ভেঙে তুমি আসবেই

1 min
7.2K


ঘাসের মতো তোমাার বয়স

গোলাপ কুঁড়ির মতো ঠোঁট

জ্যোৎস্নার মতো নিঃশব্দ প্রেম

আর পাহাড়ের মতো জমাট অভিমান,

আলেয়ার মতো আর কতদিন তুমি

দূরে দূরে সরে থাকবে?

জানি; অভিমান ভেঙে

একসময় আসবেই-নীলাঞ্জনা।

তোমার ঘাসের মতো বয়স

ঠোঁটের গোলাপ কুঁড়ি

আর অফুরন্ত নিঃশব্দ প্রেেম

চাপ চাপ জ্যোৎস্না হয়ে ছড়িয়ে পড়বে

আমার প্রতীক্ষায়-কামনায়

সমাধির চত্বরে চত্বরে।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy