ঝলসানো রুটি চাঁদে
ঝলসানো রুটি চাঁদে
1 min
8.1K
আমার কলমে লেখা হবে শুধু কান্না ঘামের কথা
তুলির টানেতে আঁকা হবে আজ রক্ত-জবার ফুল
শ্বাস-প্রশ্বাস, রাগ - অনুরাগ মনের গোপন ব্যথা
হে অভিমানিনী শোন চুপে বলি হবে না কখনো ভুল।
সুখের আসরে গাইবো না আমি গান
হাস্নুুহানা,গোলাপ চাহিনা - নীরা
প্রতিবাদে আজ দুরন্ত অভিযান
এই মাটিতেই সোনার ফসল গর্ভেতে তার হীরা।
তোমার দু চোখ মত্ত-রঙিন দ্যাখো হে আতশবাজি
জন্মভূমি জননী আমার জঠর জ্বালায় কাঁদে
কবিতা ও প্রেমে হব নাকো অভিলাষী
'ঝলসানো রুটি' দেখেছি আমরা চাঁদে।