STORYMIRROR

Ashok Chattopadhyay

Fantasy

3  

Ashok Chattopadhyay

Fantasy

শঙ্খচিলের কান্না

শঙ্খচিলের কান্না

1 min
15.4K


অনেকদিন পর আবার তোমাকে দেখলাম,

পড়ন্ত বেলা -- তোমার পিঠের দিকে রোদ

দুখুর-মায়ের ধানের গাদা পেরিয়ে গেছে কবে

নীলাম্বরী ঢাকা তোমার মুখ

নাইতে এসে পায়ে পায়ে

নেমে গেলে শীর্ণ নদীর বুকে।

সবে তখন আকাশ জুড়ে রং লেগেছে

গোপাল-রাখাল উড়িয়ে গেছে ধুলো

'বৌ কথা কও'-'বৌ কথা কও' ডাকছিল এক পাখী

নদীর জলে এক পা তুলে দাঁড়িয়েছিল বক

তখন তুমি ছন্দ তুলে লজ্জা রাঙা পায়ে

একটু দুলে কলসী তুলে যাচ্ছো একাকী।

তাড়াতাড়ি দু হাত তুলে ডেকেছি যেই

নী----লা----ঞ্জ----না------------।

প্রতিধ্ববনি ব্যঙ্গ করে না - না - না,

ওগো গাঁয়ের বউ; চমকে তুমি এদিক ওদিক দেখলে

ক্লান্ত আমি,তোমায় দেখে থমকে----

শুনতে পেলাম শঙ্খচিলের কান্না!!


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy