ধীর লয়ে
ধীর লয়ে
বটের ঝুরির মত ধীর লয়ে অন্ধকার নামে
সেই অন্ধকার ভেদ করে ভেসে আসে
রহিম সাহেবের শেষ আজানের সুর।
ছলাৎ ছলাৎ শব্দ করে ভেসে যাচ্ছে জল
সবুজ ঘেরা স্মৃতির পাহাড় গোপন হিজিবিজি
ভাসছে শুধু ভাসছে আর যাচ্ছে বহুদূর।
গভীর থেকে যায় গভীরে জটিলতার শেকর বাকড়
দ্রিমি দ্রিমি শ্বাস প্রশ্বাস উঠছে নামছে বুকের ভেতর
মল্লার সুরের বইছে বাতাস মেঘেদের যত আলসেমি
ছন্দে ছন্দে মন্দিরা বাজে আতর গন্ধে আলসেমি
হালছাড়া তবু পাল তুলে মন স্বপ্ন সুখের আবেশে
মায়াবী এ রাত স্পন্দন তুলে আকুল মনের হরষে।