STORYMIRROR

Ashok Chattopadhyay

Others

3  

Ashok Chattopadhyay

Others

ফিরে দাও

ফিরে দাও

1 min
27.9K


এর চেয়ে ফিরে দাও অরণ্য সবুজ

পাথরে পাথর ঘষা নগ্ন-আদিমতা

ভাল ছিল অন্ধকার গাঢ়তর গুহার জীবন

বল্গাহীন ভালবাসা আর জান্তব হিংস্রতা।

ছন্নছাড়া বাস্তুহারা অনার্যের হাতে

সেই ক্ষণে জ্বলেছিল মঙ্গলদীপ

বর্তমান পৃথিবীটা নাগরদোলায়

জোট বাঁধে ভয় পেয়ে ঘুরপাক খায়।

বৈজ্ঞানিক প্রযুক্তিই বুঝি সভ্যতার ব্রত

বারুদের মাঝখানে শান্তির বাণী

অনিবার্য যুদ্ধ মারাত্মক মারণাস্ত্র দিয়ে

সব কিছু একদিন ধ্বংস স্তুপ হবে।


Rate this content
Log in